মঙ্গলবার | ১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। আগামী ২৩ নভেম্বর শাহবাগ থেকে টিএসসি বৃহত্তর কর্মসূচি পালন করবেন তারা। এর আগে ৬৪ জেলা থেকে ৩৫ প্রত্যাশী পাঁচ-ছয় হাজার আন্দোলনকারী ঢাকায় আসবেন। সে পর্যন্ত প্রতি শুক্র ও শনিবার শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
আন্দোলনের যৌক্তিকতা, বাস্তবতা এবং পুলিশি হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চাকরিপ্রার্থীরা। আজ সোমবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন করা হয়। মানুষের ভোগান্তি এড়িয়ে সরকারকে দাবির যৌক্তিকতা নিয়ে বার্তা দিতে চান বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবি ও সার্বভৌমত্ব আন্দোলনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক শামীম রেজা জানান, যোগ্যতা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে বঞ্চিত চাকরিপ্রার্থীদেরও এতে সম্পৃক্ত করা হচ্ছেন।
গত ৩০ অক্টোবর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের ওপর লাঠিচার্জ ও জলকামান দিয়ে পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। রাজধানীর শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে। পূর্ব ঘোষণা অনুযায়ী শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা।
এ সময় পুলিশের বাধার সম্মুখীন হলে তারা সেখান থেকে সরে গিয়ে শিক্ষা ভবন অভিমুখে যাত্রা করেন। আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা পার হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের ওপর জলকামান দিয়ে পানি ছোঁড়ে এবং লাঠিচার্জ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। কয়েকজন চাকরিপ্রার্থী আহত হন বলে জানিয়েছিলেন আন্দোলনকারীরা।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM