মঙ্গলবার | ২৭ মে, ২০২৫ | ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩২

আফগানিস্তান সিরিজ: ভিসা জটিলতায় আটকে গেছেন নাসুম-রানা

স্পোর্টস ডেস্ক: বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। পাকিস্তান সফর দিয়ে শুরু, এরপর ভারত সফর। সবশেষ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। সদ্য সমাপ্ত এই সিরিজ শেষে বাংলাদেশ এবার মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের।

সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের জন্য দুই ধাপে দেশ ছেড়েছে নাজমুল হোসেন শান্তর দল। দুই ধাপে ১৫ সদস্যের মধ্যে ইতোমধ্যে ১৩ জন ক্রিকেটার যোগ দিয়েছেন, বাকি দুই জন আটকা পড়েছেন।

তারা হলেন পেসার নাহিদ রানা এবং স্পিনার নাসুম আহমেদ। মূলত ভিসা জটিলতার কারণে এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি এই দুই ক্রিকেটার। এই বিষয়ে রানা নিজেই জানালেন আজই ভিসা কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে। এরপরই উড়াল দেবেন আমিরাতের পথে।

আগামী বুধবার (৬ নভেম্বর) শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ৯ নভেম্বর (শনিবার) দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে১১ নভেম্বর। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

বাংলাদেশের স্কোয়াড : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

এমএফ

 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM