শুক্রবার | ৪ এপ্রিল, ২০২৫ | ২১ চৈত্র, ১৪৩১

নিউইয়র্কে কুমিল্লা বিভাগের দাবিতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক অফিস: “কুমিল্লা নামেই বিভাগ চাই, এ ব্যাপারে আপোষ নাই” এই শ্লোগানে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২০ জুন মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস নবান্ন’র সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির আহবায়ক সারোয়ার খান বাবু, সদস্য সচিব সাংবাদিক এসএম সোলায়মান, প্রধান সমন্বয়ক মামুন মিয়াজী, যুগ্ন সমন্বয়ক মিয়া মোহাম্মদ দুলালসহ নিউইয়র্কে বসবাসকারী বৃহত্তর কুমিল্লার নেতৃবৃন্দ।

মানববন্ধনে কুমিল্লাবাসী ছাড়াও দলমত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশীরা কুমিল্লা বিভাগের দাবীর আন্দোলনকে সমর্থন জানান। ২০১৮ সালের ২৫ অক্টোবর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির প্রথম মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিলো।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM