বুধবার | ২৮ মে, ২০২৫ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩২

বিপিএলে হলিউড তারকা আনতে চায় বিসিবি

স্পোর্টস ডেস্ক: বিপিএলের আগের সেই জৌলুশ এখন আর তেমন দেখা যায় না। আইপিএলের পর বড় পরিকল্পনা নিয়েই শুরু হয়েছিল বাংলাদেশের ক্রিকেটের এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। অনেক পরে শুরু হওয়ার পরও অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এগিয়ে গেলেও পিছিয়েছে বিপিএল। তবে এবার নতুনভাবে বিপিএলকে বিশ্বে পরিচয় করে দিতে চায় লিগ কর্তৃপক্ষ ও বিসিবি।

আজ সাংবাদিকদের সেই আশার বাণীই শোনালেন বিসিবি বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। বিপিএলের জৌলুশ ফেরাতে কর্তৃপক্ষ হলিউড বা বাইরের তারকা নিয়ে আসতে চায় জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মতন একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি আছেন বলেই সেই স্বপ্ন দেখছেন বোর্ড পরিচালক ফাহিম, ‘নিজের উদ্যোগেই কিন্তু প্রধান উপদেষ্টা এগিয়ে আসছেন। তাঁরা বিশেষভাবে এটা নিয়ে কাজ করছেন। কীভাবে এটিকে আন্তর্জাতিক মানের ব্রান্ড করে তোলা যায়, কীভাবে এটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়…বিশ্ব যেন দেখে বাংলাদেশের তরুণেরা কী করতে পারে, বাংলাদেশের খেলা কেমন।’

বিপিএলে বাইরের তারকা এনে প্রচারের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘অনেক কিছুই সম্ভব না। গ্লোবালি (বৈশ্বিকভাবে) সব টিভিতে যেতে পারব তা নয়। যদি প্রফেসর ইউনূস মাঠে আসেন, একটা বক্তব্য দেন…আমরা যদি দেখি বিদেশ থেকে দারুণ নামকরা একজন ফুটবলার, হলিউড থেকে দারুণ একজন অভিনেতা-অভিনেত্রী এখানে আসছে, এটার সঙ্গে সংযুক্ত হচ্ছে, এটা নিশ্চয় মিডিয়াতে আসবে। এবং এটা সারা বিশ্বের মিডিয়াতে আসবে। সেভাবেই কিন্তু এটার প্রচার হতে পারে। আমাদের চেষ্টা থাকবে বিশ্বব্যাপী এটা প্রচার করা। আমার ধারণা, এত দিন আমরা যতটুকু করতে পেরেছি তার চেয়ে বেশিগুণ এবার করা সম্ভব হবে।’

ইঙ্গিত দিলেও কে বা কাদের আনবেন সেটি অবশ্য খোলাসা করেননি নাজমুল আবেদীন ফাহিম। স্পোর্টস বা স্পোর্টসের বাইরেও তারকা আসতে জানিয়ে তিনি বলেন, ‘আমি এখনই নাম বলতে পারছি না বা বলতে চাই না। ক্রিকেট হতে পারে বা বাইরের অন্য স্পোর্টসের হতে পারে। স্পোর্টসের বাইরেও হতে পারে। এমন কাউকে এবার দেখতে পারি।’

কদিন আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে উঠে এসেছে বিপিএলের নামও। তবে এ নিয়ে এখনো কোনো অভিযোগ না পেলেও ফাহিম জানিয়েছেন, এখন থেকে কর্তৃপক্ষ দুর্নীতির বিষয়ে সচেতন থাকবে। বোর্ড পরিচালক এ নিয়ে বলেছেন, ‘আমাদের অ্যান্টি-করাপশনের (দুর্নীতিবিরোধী) যে দলটা তারা কিন্তু এবার সক্রিয় থাকবে। আমরা অ্যান্টি-করাপশন সংক্রান্ত যেসব প্রোগ্রাম করা প্রয়োজন, খেলার সচেতনতা বা ম্যানেজমেন্টের সচেতনতার বা মালিকদের সচেতনতার জন্য, সেগুলো আমরা করব। আমাদের লক্ষ্য থাকবে যাতে এসব ঘটনা (দুর্নীতি) না ঘটে। যদি ঘটে আমরা কিন্তু এবার প্রতিক্রিয়া দেখাব। আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। কারণ, বিশৃঙ্খল অবস্থা থেকে মনে হয় না ভালো কিছু বেরিয়ে আসবে। আমার মনে হয় ক্রিকেট বোর্ড (বিসিবি) বা বিপিএল কর্তৃপক্ষ এটাকে শক্তভাবে দেখবে।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ায় জুলাই-আগস্টের অভ্যুত্থানে ঘরে পুড়েছে মাশরাফি বিন মর্তুজার। দেশে ফিরে বিদায়ী টেস্ট খেলতে পারেননি সাকিব আল হাসান। ড্রাফটে দল পেলেও দুজনের এবারের বিপিএলে খেলা অনিশ্চিত। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথার শুরু নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘আমরা এত দিন ধরে যে সুপারস্টার তৈরি করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমি আশা করব, এখান থেকেই নতুন সুপারস্টাররা গড়ে উঠবে। (মাশরাফি-সাকিব) থাকলে ভালো হতো। অবশ্যই তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, এতে সন্দেহ নেই। যদি ওরা থাকে তাহলে এক ব্যাপার, না থাকলে অন্য ব্যাপার।’

অনেক সীমাবদ্ধতা থাকলেও এবারের বিপিএল নিয়ে আশাবাদী বোর্ড পরিচালক। এই টুর্নামেন্টকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আশায় ব্যক্ত করেছেন তিনি, ‘আমাদের চেষ্টা করতে হবে এই উপলক্ষটাকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া। আমরা হয়তো এবার খেলার মাঠেই বিপিএলকে দেখব না। বিপিএল কিন্তু এবার সারা দেশেই ছড়িয়ে পড়বে কোনো না কোনোভাবে।’

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM