নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ফুলবাড়ীতে গভীর রাতে গ্রিল কেটে বাড়িতে ঢুকে টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের চিনে ফেলায় বাড়ির মালিকের ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপারসহ পুলিশের একটি টিম। এদিকে এ ঘটনাসহ ফুলবাড়ী থানা এলাকায় কয়েকটি ঘটনায় আতঙ্ক বিরাজ করছে থানা এলাকায়।
পুলিশ জানায়, নগরাজপুর গ্রামের সুপারী ব্যবসায়ী শফি উদ্দিনের বাড়ির রান্না ঘরের গ্রিল কেটে প্রবেশ করে ১০-১২ জন মুখোশধারী দুর্বৃত্ত। বাড়িতে ঢুকে তারা বাড়ির লোকজনদের হাত পা ও মুখ বেঁধে মারধর শুরু করে এবং কোথায় টাকা ও স্বর্ণের অলঙ্কার আছে বলতে বলে। পরে তারা ড্রয়ারে থাকা ১০ হাজারের বেশি টাকা ও ৬ থেকে ৭ ভরি স্বর্ণ লুট করে। এ সময় তাদের কাউকে চিনে ফেলেন বাড়ির মালিকের ছেলে আলেফ উদ্দিন (৩৫)। আলেফকে তারা শ্বাসরোধ করে হত্যা করে।
বাড়ির মালিক শফি উদ্দিন জানান, রাত ২টার দিকে ১০-১২ জন মুখোশধরী লোক অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে। এ সময় তাকেসহ (শফি উদ্দিন) তার স্ত্রী হাসিনা বেগম, ছেলে আলেফ উদ্দিন, আনিছুর রহমান ও ছেলের বউ সোমাইয়া বেগমের হাত-পা ও মুখ বেঁধে মারধর করে জানতে চায় বাড়িতে টাকা ও স্বর্ণালংকার কোথায় কোথায় আছে। পরে তারা ড্রয়ারে থাকা ১০-১২ হাজার টাকা, পাঁচ-ছয় ভরি স্বর্ণালংকার নিয়ে নেয়। পরে তারা মহিলাদের শরীরে থাকা স্বর্ণালংকারগুলোও ছিনিয়ে নেয়। তার ছেলে আলেফ উদ্দিন ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় তাকে বেশি করে মারপিট করে। তার মুখে কাপড় গুজে দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলে রেখে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
হত্যার শিকার আলেফ উদ্দিনের মা হাসিনা বেগম বলেন, টাকা ও সোনা নেয়ার পর আমার চোখের সামনে আমার ছেলেকে নাক, মুখ ও গলা চেপে ধরে মেরে ফেলে। আমি এই হত্যার বিচার চাই।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সানোয়ার হোসেন জানান, পুলিশ সুপার মহোদয়সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি ডাকাতির ঘটনা মনে হচ্ছে। হত্যার শিকার যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে ডাকাতি করতে রান্না ঘরের জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা। বাড়ির মালিকের ছেলে তাদের চিনে ফেলায় তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
তিনি আরও জানান, পুলিশ অনুসন্ধান শুরু করেছে। সংঘবদ্ধ ডাকাত দলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে উপজেলার খড়িবাড়ী বাজারের পাশে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। শনিবার রাতে ফুলবাড়ীর ধরলা সেতুর উপরে এক ওষুধ কোম্পানির বিক্রয়কর্মীর গলা কেটে ৯০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব ঘটনায় থানা এলাকায় আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষদের মধ্যে।
এমএফ