বুধবার | ৯ জুলাই, ২০২৫ | ২৫ আষাঢ়, ১৪৩২

স্বেচ্ছাসেবক দলের ৩ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (০৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, ০৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে ০৬ নভেম্বর (বুধবার) বুদ্ধিজীবীদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ০৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। এবং ০৮ নভেম্বর (শুক্রবার) বিএনপির উদ্যোগে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

বার্তায় আরও বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশব্যাপী জেলা ও মহানগর ইউনিট এবং উপজেলা, থানা, পৌরসহ অধীনস্থ ইউনিট সমূহ দিবসের ওপর আলোচনা সভা, র‌্যালিসহ অন্যান্য কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন করবে। ঢাকা বিভাগের জেলা ও মহানগর সমূহের নেতৃবৃন্দ ৮ নভেম্বর (শুক্রবার) ২টায় বিএনপির উদ্যোগে আয়োজিত নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বণার্ঢ্য র‌্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।

উপরোল্লিখিত কর্মসূচি সমূহ যথাযথভাবে পালনের জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM