বৃহস্পতিবার | ১৫ মে, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩২

বশেমুরবিপ্রবিতে বসছে পুলিশের স্থায়ী ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে স্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছিলেন। গত ৫ আগস্টের পরবর্তী সময়ে সেনাবাহিনীর ওপর আক্রমণ ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতার নিহতের ঘটনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হওয়ায় নিরাপত্তার জন্য স্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর দাবিটি আরও জোরালো হয়। এসব কারণে বিশ্ববিদ্যালয় সার্বক্ষণিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর উদ্যোগ নিয়েছে। কৃষি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. সাইফুল্লাহ বিন হাবিব বলেন, বিগত সময়ে আমাদের কাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সকল শিক্ষার্থীরা মোটামুটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে এটি ইতিবাচক। কিন্তু কাম্পাসে বহিরাগতদের আগমন এবং মাদকের সয়লাব নিরাপত্তার জন্য হুমকি। এক্ষেত্রে পুলিশ ক্যাম্প সহায়ক ভূমিকা পালন করতে পারে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য শিক্ষার্থীদের স্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর দাবি ছিল। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক নিরাপত্তার জন্যে স্থায়ী পুলিশ ক্যাম্প করার বিষয়ে উপাচার্য, উপউপাচার্যের সঙ্গে কথা হয়েছে।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM