মারুফ হাসান: ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন আবারও তুমুল আলোচনায়। বাংলাদেশের ইসলামি মহাসম্মেলন নিয়ে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার এই স্ট্যাটাসকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। মন্তব্যের ঘরে অনেকেই তাকে গালিগালাজ করছেন, আবার অনেকই করছেন প্রশংসা।
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে তিনি ফেসবুকে এ স্ট্যাটাস দেন।
তসলিমা নাসরিনের ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
বাংলাদেশের ইসলামি মহাসম্মেলন দেখে বোঝা গেল দিনে দিনে কত মূর্খ জন্মেছে পোড়া দেশে। নেতাগুলো সব টুপিদাড়িসর্বস্ব ভেকধারী নাস্তিক। মূলত প্রতারক আর ধর্ষক। আর ভক্তগুলো সব গণ্ডমূর্খ । অনেকেই চোর, ডাকাত, বাটপার, বদমাশ। স্বার্থান্ধ শাসকেরা এমন অজ্ঞ অশিক্ষিত কুৎসিত বাংলাদেশকেই প্রসব করেছে বছর বছর। এই বাংলাদেশের নির্বাচিত সরকার এতদিনে ক্ষমতার স্বাদ পেয়েছে। এই সরকার নরকের আরও গভীরে নিক্ষেপ করবে দেশকে। প্রগতির পক্ষের একটি মানুষও অবশিষ্ট থাকবে না দেশে।
উল্লেখ্য, আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলন করেন দেশের আলেম সমাজ। ভোর থেকেই ইসলামি মহাসম্মেলনে যোগ দিতে শুরু করেন কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।
এমএফ