বুধবার | ২৮ মে, ২০২৫ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩২

বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হলেন সালাহউদ্দিন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিনের নিয়োগের বিষয়টি অবশেষে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৫ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, সালাহউদ্দিনকে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সালাহউদ্দিন এর আগে ২০০৬-২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ ছিলেন এবং ২০১০-২০১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করেছেন। তিনি ২০১৪ সালে সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান এবং অস্ট্রেলিয়ায় এসিসি ক্রিকেটের লেভেল-৩ কোচিং সার্টিফিকেট অর্জন করেন।

তিনি দেশের অন্যতম সফল স্থানীয় কোচ, যিনি বিপিএল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশনের শিরোপা জিতেছেন। সর্বশেষ, তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ ছিলেন, যা বিপিএলের সফলতম দল।

চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর সালাহউদ্দিনের নিয়োগ নিয়ে জোর গুঞ্জন ছিল। পরে ফিল সিমন্স প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে জানা যায়, জাতীয় দলের সহকারী কোচ হতে সালাহউদ্দিনকে প্রস্তাব দেয় বিসিবি। জানা গেছে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে সালাহউদ্দিনকে দলের সঙ্গে পেতে আশাবাদী বিসিবি, এবং ইতোমধ্যে ভিসার জন্য আবেদন করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে তাকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দলের দায়িত্বে দেখা যাবে।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM