মঙ্গলবার | ২৭ মে, ২০২৫ | ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩২

আফগান সিরিজ শুরুর আগে সতীর্থদের প্রতি শান্তর বার্তা

স্পোর্টস ডেস্ক: প্রায় ৮ মাস পর রঙিন জার্সিতে নিজেদের সবচেয়ে প্রিয় সংস্করণ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তান। মরুর বুকে তিন ম্যাচের এই সিরিজে কেউ চাপ নিয়ে ব্যাটিং করুক তা চান না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মঙ্গলবার (৫ নভেম্বর) সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে সতীর্থদের এমন বার্তা দিয়েছেন লাল-সবুজের দলনেতা। বুধবার আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ।

সতীর্থের উদ্দেশ্যে শান্ত বলেন, ‘আমার মনে হয় যে কোনো ফরম্যাটেই টপ অর্ডার অর্থাৎ শুরুটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বেশি চাপ নিয়ে ব্যাটিং করুক, এই জিনিসটা আমি চাই না। উপরের দিকে যারা ব্যাট করছে, খেলাটা উপভোগ করুক। যতটুকু সামর্থ্য আছে, দলের জন্য খেলুক।’

সম্প্রতি বাংলাদেশের টপ অর্ডারে দেখা গেছে বেহাল দশা। ব্যাটিংয়ে নামলেই উইকেটের মিছিল। যার কারণে ভরাডুবি দেখা গেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজে। কোনো কোনো ম্যাচে মিডল অর্ডার কিংবা লোয়ার অর্ডারদের প্রতিরোধে চাপ সামলানো গেছে। কিন্তু ধারাবাহিকভাবে টপ অর্ডার ব্যর্থ হওয়ায় ভুগতে হয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশের টপ অর্ডারে সবচেয়ে বড় হুমকি আফগান পেসার ফজল হক ফারুকি। তবে তাকে সামলানোর অভিজ্ঞতা ব্যাটারদের আছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘অবশ্যই। (ফারুকী) দারুণ একজন বোলার। কিন্তু আমার মনে হয় এই দলের বিপক্ষে আমরা অনেক খেলেছি। ওই আইডিয়াটা তো অবশ্যই আছে। আমি যেটা বলবো, যারা টপ অর্ডারে ব্যাট করবে তাদের ওই দায়িত্বটা নিতে হবে যে নতুন বলটা কীভাবে হ্যান্ডেল করবে।’

এদিকে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামতে ১৩ জনের স্কোয়াড নিয়ে। ভিসা পাননি স্পিনার নাসুম আহমেদ ও পেসার নাহিদ রানা। জ্বরের কারণে এই সিরিজে নেই লিটন দাস। সাকিব আল হাসানকে বোর্ড চাইলেও শেষ পর্যন্ত তিনি না করেছেন। সবকিছু মিলিয়ে বাংলাদেশ দলের সময়টা ভালো যাচ্ছে না। এই প্রসঙ্গে প্রশ্নে শান্ত জানালেন, সবকিছু সহজে হলে ভালো হতো।

‘কঠিন। আমার মনে হয় সবগুলো যদি স্মুথলি হতো, অবশ্যই একটা দলের জন্য তো খুবই ভালো হতো। যেটা আমি বললাম নিয়ন্ত্রণের বাইরে। খেলোয়াড় হিসেবে আমাদের আসলে এই জিনিসগুলোর থেকে আমাদের যে সামর্থ্য আছে, সেটাকে কীভাবে কাজে লাগাতে পারি এটা গুরুত্বপূর্ণ। বাইরের এই বিষয়গুলো যদি সামনের সিরিজগুলো থেকে স্মুথলি চলে, তাহলে আমাদের দলের জন্য আরও ভালো হবে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM