শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সুইজারল্যান্ড পাচারকৃত টাকা ফেরাতে সাহায্য করবে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যাপারে সহযোগিতা করবে সুইজারল্যান্ড। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দেখা করতে আসেন রাষ্ট্রদূত। বৈঠকে বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, আওয়ামী লীগের সরকারের সময়ে সুইস ব্যাংকে পাচারকৃত অর্থ ফেরত দেওয়া-আনাসহ সাংবিধানিক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের বলেন, বাংলাদেশ থেকে আমরা বারবার বলেছি যে, ১০০ বিলিয়ন ডলারের ওপরে পাচার হয়েছে। বাংলাদেশে আজকে অর্থনৈতিক অবস্থা, রিজার্ভের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আমরা জানি। একটা কঠিন অবস্থা, তারা (আওয়ামী লীগ সরকার) এত টাকা পাচার করেছে যে, দেশের রিজার্ভ একেবারে তলানিতে। দৈনন্দিন জীবনে প্রত্যেকটি নাগরিক এটার এফেক্ট ফিল করছে। তারা (সুইজারল্যান্ড) বলেছে, এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের যেকোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং সহযোগিতা করবে।

তিনি বলেন, এই টাকাগুলো ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের এতো সম্পদ লুণ্ঠন হয়েছে, এত টাকা দেশের বাইরে গেছে যে, এগুলো যদি আমরা ফিরিয়ে আনতে না পারি এই অর্থনীতিকে রিকভার করা খুবই কঠিন হবে।

তিনি আরও বলেন, মূলত বাংলাদেশের রাজনীতি, অর্থনীতিসহ যেসব রাষ্ট্রীয় কাঠামো ভেঙে গেছে, যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এখান থেকে মুক্তির পথ? আমরা কি চিন্তা করছি? আর ওরা (সুইজারল্যান্ড) কী করতে পারে, এই ব্যাপারে কথা হয়েছে।

এক প্রশ্নের জবাবে খসরু বলেন, বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, এ কথা আমরা ১৬/১৭ বছর ধরে বলে আসছি। দেশ পরিচালনার ক্ষেত্রে জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি করবে, এটা হচ্ছে গণতন্ত্রের মূলমন্ত্র। এই জায়গায় কোনো দ্বিমত থাকার সুযোগ নেই। আমরা বলতে চাই, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার যারা এই কাজগুলো করবে। আমরা কোনো সময়সীমা তাদেরকে বেঁধে দেইনি, তবে একটা যৌক্তিক সময় দিয়েছি। এই যৌক্তিক সময়ের মধ্যে নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে। এটা সবাই প্রত্যাশা করে এবং যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারাও কিন্তু এটা বিশ্বাস করেন। এখানে আমাদের সঙ্গে তাদের কোনো দ্বিমত নেই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকরকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব।

আইএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team