নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার সকালে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
হতাহতের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ। তিনি বলেন, ‘সংঘর্ষের ঘটনায় আজ বেলা পৌনে ২টা পর্যন্ত চারজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে থাকতে দেখা গেছে। একজনের লাশ নরসিংদী সদর হাসপাতালে রয়েছে। রায়পুরা থানা-পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।’
নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের আইল্লের বাড়ির হানিফ মাস্টার ও সায়দাবাদ বালুচর সাহেব বাড়ির নোয়াব মিয়ার দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বাগ্বিতণ্ডার জেরে গতকাল রাত ১০টা থেকে রাতভর এবং আজ সকালে দফায় দফায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে। এতে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে পাঁচজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন সায়দাবাদ গ্রামের শাহীন মিয়ার ছেলে জুনায়েদ (১৬), ইসমাইল ব্যাপারীর ছেলে আমির হোসেন (৬৫) ও বাদল মিয়া (৪৫) এবং বাঘাইকান্দি গ্রামের সাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৩৫) ও আব্বাস আলীর ছেলে আনিস মিয়া (৩০)। নিহতরা স্থানীয় সাহেব বাড়ি পক্ষের লোকজন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক তাঁদের পরিচয় পাওয়া যায়নি।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রঞ্জন কুমার বর্মণ বলেন, টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে নিহত চারজনের লাশ হাসপাতালে রয়েছে। আহত ১৯ জন এখানে চিকিৎসা নিয়েছেন। একজনকে গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।