জেলা প্রতিনিধি,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার হাওরাঞ্চল ইটনায় আল্ট্রাসনোগ্রামে এক গৃহবধূর দুটি বাচ্চা দেখা গেলেও তিনি প্রসব করেছেন তিন সন্তান। গৃহবধূ গুলেজা বেগম (৩০) সুস্থ থাকলেও ছোট বাচ্চাটির অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৃহবধূ গুলেজা তিনটি বাচ্চার জন্ম দেন। গুলেজা উপজেলার উদিয়ারপাড় গ্রামের মো. হান্নান মিয়ার স্ত্রী।
গুলেজার পরিবার জানিয়েছে, ছোট বাচ্চটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় গুলেজারকে বাচ্চাসহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলেজারের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, আল্ট্রাসনোগ্রামে পরিবারটি জানতে পারে দুটি বাচ্চা হবে গুলেজার। কিন্তু গুলেজার তিনটি বাচ্চা প্রসব করেন। তার ডেলিভারির সময় ছিল ডিসেম্বরের শেষ সপ্তাহে। প্রায় দুই মাস আগেই সন্তান জন্ম দেন তিনি। এতে বাচ্চাদের ওজনের তারতম্য ঘটে।
পরিবারটি জানায়, দুই ছেলে বাচ্চার ওজন ১৫০০ ও ১৭০০ গ্রাম হলেও তৃতীয় সন্তান মেয়ে বাচ্চার ওজন হয় ১২০০ গ্রাম।
ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সজীবুল ইসলাম জানান, নিদিষ্ট সময়ের আগেই বাচ্চা প্রসব করা ও বাচ্চাদের ওজন কম থাকায় তাদেরকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিশেষ করে ছোট বাচ্চাটির ওজন খুবই কম এবং তার অবস্থা সংকটাপন্ন। তবে বাচ্চাদের মা সুস্থ রয়েছেন।