সোমবার | ২৬ মে, ২০২৫ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩২

এবার প্রতিপক্ষের জালে ৫ গোল বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার বিপক্ষে খেলার আগে এক হালি বা তার কমবেশি গোল হজমের মানসিক প্রস্তুতি নিয়েই যেন নামতে হচ্ছে প্রতিপক্ষ দলকে। সব ধরনের প্রতিযোগিতায় গেল ৭ ম্যাচে ২৯ গোল করেছে বার্সা। এর মধ্যে ৫ গোল করেছে তিনবার। ৩ ও ৪ গোল করে করেছে দুইবার। বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের জালে ৪ গোল করে দিয়েছে বার্সা।

সর্বশেষ বুধবার রাতে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে হারিয়েছে বার্সা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতের দুর্দান্ত এই জয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে গেছে হানসি ফ্লিকের শিষ্যরা। বার্সেলোনার পয়েন্ট এখন ৪ ম্যাচে ৯।

অ্যাওয়ে ম্যাচে বার্সার গোল উৎসবের শুরু হয় ১৩ মিনিটে। ইনিগো মার্টিনেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্প্যানিশ লা লিগার ক্লাবটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার ফ্রি-কিক থেকে দুর্দান্ত হেডে গোল করেন বার্সা ডিফেন্ডার।

২৭ মিনিটে সমতায় ফেরে স্বাগতিক রেড স্টার। সার্বিয়ার ক্লাবটির হয়ে গোল করেন সিলাস কোতোম্পা এমভুম্পা।

এরপর জোড়া গোল করে বার্সাকে উচ্চতায় নিয়ে যান রবার্ট লেওয়ানডস্কি। ৪৩ ও ৫৩ মিনিটে গোল দুটি করেন পোল্যান্ড ফরোয়ার্ড। এতে বার্সা এগিয়ে যায় ৩-১ গোলে।

লেওয়ানডস্কির দ্বিতীয় গোলের ২ মিনিট পর আবারও রেড স্টারের জাল কাঁপান রাফিনহা। এতে ব্যবধান দাঁড়ায় ৪-১। ৭৬ মিনিটে রেড স্টারের জালে পঞ্চমবারের মতো বল জমা করেন ফারমিন লোপেজ। এতে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। ৮৪ মিনিটে ফেলিসিও মিলসনের গোলে ব্যবধান ৫-২ করে রেড স্টার।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM