বৃহস্পতিবার | ১৫ মে, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩২

মধ্যরাতে ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবারও ছাত্র রাজনীতি শুরু হচ্ছে, এমন শঙ্কায় মধ্যরাতে বিভিন্ন হলের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৬ নভেম্বর) রাতে বিভিন্ন হল থেকে মিছিলের ঘটনা ঘটে।

বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা রাত সাড়ে ৯টা থেকে হলের গেটে অবস্থান নেন। পরে সবাই একত্রে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের সামনে কিছুক্ষণ অবস্থান করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, আবারও ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির আশঙ্কা করছি আমরা। গণরুম-গেস্টরুমের নামে নির্যাতনের শিকার হতে পারেন শিক্ষার্থীরা। তাই কোনো রাজনীতিই তারা ক্যাম্পাসে দেখতে চান না।

ফের আবাসিক হলে রাজনীতি ঢোকানোর পাঁয়তারা করা হচ্ছে অভিযোগ এনে শিক্ষার্থীরা জানান, এই ধরনের কোনো অপচেষ্টা হলে তা মেনে নেবে না সাধারণ শিক্ষার্থীরা।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM