রবিবার | ১৮ মে, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২

বিএনপির নামে চাঁদাবাজি করলে দাঁত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দুলুর

জেলা প্রতিনিধি,নাটোর: বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাটোরবাসীর উদ্দেশ্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আজ নাটোর সন্ত্রাসমুক্ত। কোনো অন্যায়, অবিচারের কাছে নাটোরের মানুষ মাথা নত করবে না। আমি মন্ত্রী থাকাকালীন, অতীতে নাটোরের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করেছে, কোথাও তাদের চাঁদা দিতে হয়নি। যদি কেউ আপনাদের কাছে চাঁদাবাজি করতে চায় আপনারা আমাকে অভিযোগ দেবেন। আমি কথা দিলাম সন্ত্রাসীদের দাঁত ও হাত ভেঙে দিব ইনশাআল্লাহ।
দুলু বলেন, ফুটপাতের ব্যবসায়ী, টেম্পোওয়ালাদের আর কোনো চাঁদা দিতে হবে না। এই টেম্পোর চাঁদা নিয়ে আওয়ামী লীগে মারামারি, ভাগাভাগি ও সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। নাটোরে আর কোনো চাঁদাবাজি চলবে না। নাটোরকে শান্তির নগর, উন্নয়নের নগর এবং সুন্দর একটি জেলা হিসেবে পরিণত করবো।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এদিন সকাল ১০টা থেকেই নাটোরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। সেখান থেকে মিছিল নিয়ে কানাইখালী এসে সমাবেশ করেন নেতাকর্মীরা।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন প্রমুখ।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM