বৃহস্পতিবার | ১০ জুলাই, ২০২৫ | ২৬ আষাঢ়, ১৪৩২

শেখ হাসিনার পতনের পর প্রথম চীন সফরে বিএনপির চার নেতা

নিজস্ব প্রতিবেদক: চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে গেছে বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বৃহস্পতিবার এ তথ্য জানান।
রিপন তার ফেসবুক পোস্টে জানান, আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পর চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাঙ্কের প্রতিনিধি দলের সমন্বয়ে পলিটিকাল পার্টিজ প্লাস প্রোগ্রামে ৪ সদস্যের বিএনপি প্রতিনিধি দল নিয়ে চীনের পথে রওনা হচ্ছি।
তিনি আরো লিখেন, তারেক রহমান আমাকে প্রতিনিধি দলের নেতা নির্বাচন করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চীনা কমিউনিস্ট পার্টি সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাঙ্কের সব প্রতিনিধি দলের হেড অব ডেলিগেশনস হিসেবে আমাকে মনোনীত করে বাংলাদেশকে এবং আমাদের দল বিএনপিকে সম্মানিত করায় চীনা কমিউনিস্ট পার্টিকেও ধন্যবাদ। দোয়া করবেন যেন দেশ ও দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM