শনিবার | ৫ জুলাই, ২০২৫ | ২১ আষাঢ়, ১৪৩২

ইসি গঠনে ছয়জনের নাম প্রস্তাব গণঅধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি খুঁজতে সার্চ কমিটির কাছে নিজেদের মনোনীত নাম জমা দিয়েছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করা মন্ত্রিপরিষদ বিভাগে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ একটি প্রতিনিধি দল নাম জমা দেন।
পরে রাশেদ খাঁন সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনে এমন মানুষ নিয়োগ দেয়া যাবে না, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। নতুন কমিশন অবশ্যই গণতান্ত্রিক ধারায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। অতীতে ছাত্র রাজনীতি করেছে, এমন কাউকেও নিয়োগের বিপক্ষে মত দেন তিনি৷
ইসিতে নূন্যতম একজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে নিয়োগের দাবি তোলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক। সাবেক সেনা কর্মকর্তা, চিকিৎসক, আইনজীবী, সাবেক আমলাসহ ছয়জনের নাম দলটি ইসিতে জমা দেন বলে জানানো হয়।
গত রোববার নতুন নির্বাচন কমিশন গঠনে নাম চেয়ে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সার্চ কমিটি। এতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেয়ার জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করার লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি আগ্রহী ব্যক্তিদের নাম আহ্বান করছে। রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলো নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশ করার জন্য অনধিক ৫ জনের নাম প্রস্তাব করতে পারবে। নাম জমা দেয়ার শেষ সময় আজ বিকেল ৫টা।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM