নিজস্ব প্রতিবেদক: বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গত ১৫ বছর ধরে বিএনপি বল তৈরি করেছে, ছাত্ররা সেই বলকে গোলে পরিণত করেছে। ৫ আগস্টে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে ১৯৭১ সালের মতো আওয়ামী লীগ পালিয়ে গেছে।
বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ড. আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তারা কখনোই স্বাধীনতার পক্ষের শক্তি ছিল না। সত্যিকারের স্বাধীনতার পক্ষের শক্তি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেটি তিনি নিজের জীবন বাজি রেখে প্রমাণ করেছিলেন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন জাসাসের যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জাসাসের যুগ্ম আহ্বায়ক মাজহারুল চৌধুরী শিবা শানুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।