সোমবার | ২৬ মে, ২০২৫ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩২

ডিমেরিট পয়েন্ট পেল বাংলাদেশ-ভারত সিরিজের আউটফিল্ড

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ভারত সফরের কানপুর টেস্ট নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামের আউটফিল্ড। আড়াইদিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর এই মাঠের আউটফিল্ডকে ‘অসন্তোষজনক’ বলতে দ্বিধা করেনি আইসিসি। নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

গত ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হওয়া টেস্টে প্রথম দিনে খেলা শুরুর পর মাঝামাঝি সময়ে নামে বৃষ্টি। তাতে ৩৫ ওভার খেলা হওয়ার পর বৃষ্টিতে ভেসে যায় পরের দুইদিন। দারুণ বোলিং ও আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচটি ৭ উইকেটে জিতে নেয় ভারত। ম্যাচ শেষেও আউটফিল্ড নিয়ে আলোচনা থেকে যায়।

অবশেষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) কানপুরের আউটফিল্ডকে ‘অসন্তোষজনক’ রেটিং দিয়েছে আইসিসি। পাঁচ বছরের মধ্যে আর আর বা এর বেশি ডিমেরিট পয়েন্ট পেলেই আন্তর্জাতিক ম্যাচ আয়োজন থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হবে কানপুর। এদিকে ‘খুব ভালো’ রেটিং পেয়েছে চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়াম।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM