সোমবার | ১২ মে, ২০২৫ | ২৯ বৈশাখ, ১৪৩২

সাবেক এমপি তাহজীব সিদ্দিকী ৩ দিনের রিমান্ডে

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তাহজীব আলম সিদ্দিকীকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ঢাকার নবীনগর থেকে সাবেক এমপি তাহজীব আলমকে গ্রেপ্তার করে র‌্যাব।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামায়াতে ইসলামীর কর্মী আব্দুস সালাম হত্যাসহ আরও দুটি মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

তাহজীব আলম সিদ্দিকী ঝিনাইদহ-২ আসন থেকে ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM