সোমবার | ২৬ মে, ২০২৫ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩২

রোহিত-গম্ভীরকে টানা ৬ ঘণ্টা জেরা বিসিসিআইয়ের

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে ইতিহাসের প্রথমবারের মতো ধবলধোলাই হয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে এ হারে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা কঠিন হয়ে গেছে ভারতের। সমীকরণ দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ায় তাদের সিরিজ জিততে হবে ৪-০ ব্যবধানে। যা বেশ কঠিন। এই অবস্থায় ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মাকে তলব করেছে বোর্ড বিসিসিআই।

জানা গেছে, টানা ৬ ঘণ্টা রোহিত ও গম্ভীরকে জেরা করেছেন বোর্ডের দুই শীর্ষ কর্তা বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ। এ সময় হারের কারণ ও ক্রিকেটারদের খেলার ধরণ, গম্ভীরের কোচিং ও উইকেট নিয়ে নানা ধরণের কঠিন প্রশ্ন করা হয়েছে। সেই সঙ্গে জানতে চাওয়া হয়েছে আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য দলের প্রস্তুতি সম্পর্কেও।

তবে কিউইদের বিপক্ষে ধবলধোলাই হওয়ার পর রোহিত ও গম্ভীরের জন্য বোর্ড কর্তাদের এই জেরার মুখে পড়াটা মানসিক নির্যাতনের মতোই মনে হতে পারে।

এ ব্যাপারে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার, কোচ গম্ভীর এবং অধিনায়ক রোহিতকে কিউইদের কাছে বিধ্বস্ত হওয়া নিয়ে নানা জিজ্ঞাসার জবাব দিতে হয়েছে। বিশেষ করে সিরিজের জন্য বেশি টার্ন করা উইকেট কেন বানানো হয়েছে, যশপ্রীত বুমরাকে তৃতীয় টেস্টে কেন বিশ্রাম দেওয়া হয়েছে এবং গম্ভীরের কোচিং ধরন নিয়ে আলোচনা হয়েছে। সিরিজের বিভিন্ন পর্যায়ে নেওয়া টিম ম্যানেজমেন্টের কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ দুই ব্যক্তি।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে বলেন, ‘এমন একটা বিপর্যয়ের পর এরকম মিটিং হওয়ারই ছিল, যেটা টানা ৬ ঘণ্টা দীর্ঘ হয়েছে। ভারত দল সামনে অস্ট্রেলিয়ায় যাচ্ছে। বিসিসিআই চায় দল ঘুরে দাঁড়াক, এবং এ বিষয়ে থিংক-ট্যাংক কী ভাবছে সেটাও জানতে চেয়েছে।’

সূত্রটি আরও বলেছে, ‘বুমরাকে সতর্কতাস্বরূপ বিশ্রাম দেওয়া হলেও এ নিয়ে আলোচনা হয়েছে। র‍্যাংক টার্নার উইকেটে ভারত খুব ভালো না করলেও কেন এমন উইকেট, এ সব নিয়ে আলোচনা হয়েছে।’

উল্লেখ্য, ভারতের পরবর্তী চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে। ৫ টেস্টের বোর্ডার-গাভাস্কার সিরিজ শুরু হবে ২২ নভেম্বর।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM