মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যেমন বাংলাদেশ স্কাউটস চাই

নূরুল্লাহ মাসুম: “সৎ ও সত্যবাদী হব” এই মর্মে দীক্ষা দিয়ে সেবা ও আত্নউন্নয়ন এর লক্ষে লাখো কিশোর যুবা স্কাউটিং আন্দোলনে যোগদান করেন। এটি বিশ্বব্যাপী স্বীকৃত সবচেয়ে বড় যুব সংগঠন। এই সংগঠনের পরিচালনা ও কার্যক্রম পরিচালনা করার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত বয়স্ক নেতারা (এডাল্ট লিডার) দায়িত্ব পালন করেন। বাংলাদেশ স্কাউটসও এর ব্যতিক্রম নয়।

তবে দুঃখের বিষয় হলো যারা এই সংগঠনের নেতৃত্বে আসেন তারা “সৎ ও সত্যবাদী হব” এই মর্মে দীক্ষা নিয়ে আসেন না। তারা অনেকেই ব্যক্তিগত ভাবে কিংবা পেশাগত ভাবে অসৎ ও দুর্নীতিগ্রস্ত!

বাংলাদেশ স্কাউটস এর গঠন ও নিয়ম (সংবিধান) অনুযায়ী সরাসরি রাজনৈতিক পরিচয় আছে এমন কেউ এই সংগঠন এর সদস্য হবেন না। এটি নিঃসন্দেহে ভালো নিয়ম কিন্তু এই নিয়মের ফায়দা গ্রহণ করে রাজনৈতিক মতাদর্শ লালন করা কিছু আমলা সর্বোচ্চ নেতৃত্বে আসেন। সাম্প্রতিক সময়ে দেখা গেছে এই দায়িত্ব গ্রহণ করা প্রায় সকলেই কোন না কোন ভাবে কোন না কোন রাজনৈতিক দলের সুবিধাভোগী এবং দুর্নীতিগ্রস্ত! সর্বোচ্চ নেতা যেমন: জাতীয় কমিটির সভাপতি, প্রধান জাতীয় কমিশনার, কোষাধ্যক্ষ ও তাদের মনোনীত জাতীয় কমিশনার কিংবা জাতীয় উপ-কমিশনারাও একই মতাদর্শের নতুবা তারা সুযোগ পাবে না। এই দুর্নীতির দায়ে দুষ্ট অসৎ জাতীয় নেতাদের ছত্র ছায়ায় জেলা কিংবা আঞ্চলিক কমিটিতেও একই মতাদর্শের নেতারা জায়গা করে নেয়। তাহলে কোমলমতি শিশু-কিশোর-যুবা রা কিভাবে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে? অথচ বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিশ্ব ব্যাপী এই আন্দোলন শতবর্ষ পেরিয়ে আজও এগিয়ে যাচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে কিভাবে বাংলাদেশ স্কাউটসকে সঠিক পথে পরিচালিত করা যায়? এত এত অসৎ দুর্নীতিবাজ নেতাদের মাঝেও অনেক সৎ দক্ষ স্কাউট নেতা রয়েছে যারা শুধুমাত্র দলীয় করন, তেলবাজি কিংবা দালালি না করার কারণে বঞ্চিত। বাংলাদেশ স্কাউটস এর একটি উপদেষ্টা পরিষদ রয়েছে যারা এসকল পদ পদবীর উর্ধে আছেন তারা ইতিমধ্যে সকল দায়িত্ব পালন শেষ করেছেন, তাদের মধ্যে পরিষ্কার ইমেজের মানুষ রয়েছেন। তাদেরকে সামনে এনে গঠন ও নিয়মের প্রয়োজনীয় সংস্কার করে সত্যিকারের স্কাউটিং ধারণ করা ব্যক্তিদের নিয়ে অন্তর্বর্তীকালিন কমিটি গঠন করে শুদ্ধি কার্যক্রম করা যেতে পারে। কিছু সুপারিশ পয়েন্ট আকারে লিখলাম যদি কাজে লাগে:

● স্বচ্ছ ইমেজের প্রকৃত স্কাউটারদের দ্বারা অন্তর্বর্তী কমিটি গঠন।

● সকল দুর্নীতিবাজ, রাজনৈতিক চেতনায় অভিযুক্ত, প্রমাণিত ব্যক্তিদের অপসারণ।

● গঠন ও নিয়মের প্রয়োজনীয় সংস্কার।

● যুবনেতা (ইয়াং এডাল্ট লিডার) যারা অভিজ্ঞ ও দক্ষ তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা।

● শুধুমাত্র আমলা নয়, স্কাউটিং ব্যাকগ্রাউন্ড সম্বলিত আমলাদের সুযোগ রাখা।

● জেলা ও অঞ্চল পর্যায় থেকেই ইয়ং লিডারদের কাজ করার সুযোগ সৃষ্টি করা।

● সকল পর্যায়ে প্রকৃত সিনিয়র স্কাউটার (লিডার ট্রেনার) দের সম্মানজনক অবস্থান সংরক্ষণ করা।

● কাউন্সিল (নির্বাচন) প্রক্রিয়া নিরপেক্ষ (নন স্কাউট) কমিটির মাধ্যমে পরিচালনা করা।

###

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team