সোমবার | ২৬ মে, ২০২৫ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩২

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান যাচ্ছে না ভারত!

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানে অনুষ্ঠেয় ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটির এবার সমাধান হয়েছে। ক্রিকেট বিষয়ক প্রভাবশালী ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতিমধ্যে আইসিসিকে জানিয়েছে যে, ভারত সরকার দলকে পাকিস্তানে পাঠানোর অনুমতি দিচ্ছে না। এ কারণে, প্রতিবেশী দেশ পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত অংশ নেবে না। এমতাবস্থায় আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) টুর্নামেন্টটি আয়োজনের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আট-দলের এই বৈশ্বিক টুর্নামেন্টটি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ ২০২৫ পর্যন্ত পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা। তবে ভারতের সিদ্ধান্তের পর আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বিকল্প পরিকল্পনা করতে হবে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আলোচনা চলছে, যেখানে কিছু ম্যাচ পাকিস্তানে এবং অন্য ম্যাচগুলো একটি বিকল্প ভেন্যুতে হতে পারে। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এই মডেলের সম্ভাব্য আয়োজক হিসেবে শীর্ষে রয়েছে। এছাড়া শ্রীলঙ্কাকেও সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এরই মধ্যে হাইব্রিড মডেল ব্যবহারের প্রতি আপত্তি জানিয়েছেন এবং বলেছেন যে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে পরিস্থিতির প্রেক্ষাপটে বিকল্প আয়োজনের জন্য প্রস্তুতিমূলক আলোচনা চলমান রয়েছে।
২০২৩ সালের এশিয়া কাপেও ভারত পাকিস্তানে ভ্রমণ না করায় ম্যাচগুলোর আয়োজন হাইব্রিড মডেলে করা হয়েছিল, যেখানে শ্রীলঙ্কায় ম্যাচগুলো আয়োজন করা হয়। সেই অভিজ্ঞতার পর, ভারতীয় দল পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে সরকারের অনুমতির বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টটি দুই গ্রুপে বিভক্ত হয়ে শুরু হবে এবং সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে চূড়ান্ত হবে। ১১ নভেম্বর থেকে ইভেন্ট শুরুর ১০০ দিনের কাউন্টডাউন শুরু হলেও টুর্নামেন্টের সূচি এবং টিকিটের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM