শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

আইফোনের লাইভ ছবিকে ভিডিওতে রূপান্তরিত করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: বিশেষ মুহুর্তগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করার একটি উপায় হলো আইফোনের লাইভ ফটোকে ভিডিওতে রূপান্তরিত করা। লাইভ ফটোজ কয়েক সেকেন্ডে গতিবিধি ও শব্দ ধারণ করে এবং এগুলোকে ভিডিওতে রূপান্তরিত করে সহজেই মুহূর্তগুলো অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।
লাইভ ফটোজ স্বয়ংক্রিয়ভাবে আইওএস ডিভাইসের শাটার বাটনে চাপ দেওয়ার আগে এবং পরে ১ দশমিক ৫ সেকেন্ডের মুহূর্ত রেকর্ড করে এবং সেটিকে একত্রিত করে। ফলস্বরূপ, একটি ছোট সময়ের এনিমেটেড ছবি তৈরি হয়, যা সহজেই আইমেসেজ অথবা ‘শেয়ারড ফটো অ্যালবামের’ মাধ্যমে যেকোনো বন্ধু বা পরিবারের সদস্যের সঙ্গে শেয়ার করা যায়। তবে এ জন্য অপরজনের কাছে আইফোন, আইপ্যাড বা ম্যাক থাকতে হবে।
লাইভ ফটোজের অতিরিক্ত গতিবিধি আপনার ছবিগুলোতে গভীরতা যোগ করে। কাহিনি বলার ক্ষেত্রে সমৃদ্ধি আনে এবং দেখার অভিজ্ঞতাটি আরও আকর্ষণীয় করতে সহায়তা করে। এর ফলে স্মৃতিগুলোকে গতির সঙ্গে ও শব্দের মাধ্যমে পুনরায় জীবন্তভাবে উপভোগ করার একটি মনোমুগ্ধকর সুযোগ পাওয়া যায়।
লাইভ ফটোজকে ভিডিওতে রূপান্তরিত করবেন যেভাবে
১. আইফোনে ফটোজ অ্যাপ চালু করুন।
২. যে লাইভ ছবিটি ভিডিওতে রূপান্তর করতে চান তাতে ট্যাপ করুন।
৩. এরপর নিচের বাম পাশে থাকা ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন।
৪. এরপর অপশনগুলো স্ক্রল করুন এবং ‘সেভ অ্যাজ ভিডিও’ অপশন নির্বাচন করুন।
এভাবে সহজেই লাইভ ফটোজটি একটি ভিডিওতে রূপান্তর করতে পারবেন। তবে আইওএসের খুব পুরোনো সংস্করণে ‘মোর’ (তিন ডট আইকোন) বাটনে ‘সেভ অ্যাজ ভিডিও’ অপশনটি পাওয়া যাবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM