জেলা প্রতিনিধি, দিনাজপুর: বিএনপির স্থায়ী কিমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ লুন্ঠনকারী দল, তারা দেশের জনগণকে ভয় পায়। তাই ৫ আগষ্ট জনগণের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। পক্ষান্তরে বিএনপি জনগণের দল। শহীদ জিয়া ষড়যন্ত্রকারীদের হাতে নিহত হওয়ার পরও ১৯৯১ সালে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করে।
আজ শনিবার বেলা ১২টায় দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজে উপজেলা বিএনপির কর্মী সন্মেলনে তিনি এসব কথা বলেন। হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখয়িার রহমান কচি, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পি, সাবেক সভাপতি আকরাম হোসেন মন্ডল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খানসহ অনেকে।