বুধবার | ৯ জুলাই, ২০২৫ | ২৫ আষাঢ়, ১৪৩২

ফ্যাসিস্টরা এখনও উঁকিঝুঁকি মারছে: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখনও ফ্যাসিস্টরা উঁকিঝুঁকি মারছে। তারেক রহমানের ঐক্যের ডাক অটুট রেখে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। এই জাতীয় ঐক্য ভাঙ্গা যাবে না। আমরা চাই শেখ হাসিনা বিদায় পরবর্তী দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আসুক। বিএনপি ১৬ বছর রাজপথে থেকে আন্দোলন না করলে স্বৈরাচার পতনের পটভূমি তৈরি হতো না।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে র‌্যালির আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর আলমাস সিনেমা হলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম নগর ও ১৫ উপজেলা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
সমাবেশ শেষে বিকেল ৪টায় বের হওয়া শোভাযাত্রা কাজির দেউড়ি, লাভ লেন, আমতল হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালি পূর্ব সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল নেতাকর্মী অংশ নেন। গেল দেড় দশকের মধ্যে সবচেয়ে বড় জমায়েত বলে উল্লেখ করেছেন বিএনপির নেতাকর্মীরা। চট্টগ্রাম নগরীর পাশাপাশি আশপাশের উপজেলা থেকেও বিপুল কর্মী যোগ দেন সমাবেশে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকার নানা বয়ান দিলেও কখনো নির্বাচন দিবেন সেই বয়ান দেয় না। গত ১৬ বছর যাদের রাজপথে দেখা যায়নি তারা হাসিনা সরকার পতনের ক্রেডিট নিচ্ছে। গত ১৫ বছর আমরা রাস্তায় আন্দোলন করেছি জীবন দিয়েছি। গুপ্তহত্যার শিকার হয়েছি জেলে গিয়েছি। আমাদের নেতাকর্মীদের ঘর ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছে। চাকরি ব্যবসা হারিয়ে পঙ্গু হতে হয়েছে। আমরা চাই শেখ হাসিনা বিদায় পরবর্তী দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আসুক।
সংস্কারের প্রস্তাব বিএনপি আরও ছয় বছর আগেই দিয়েছে জানিয়ে তিনি বলেন, ৩১ দফা ওই সংস্কার প্রস্তাবে সবকিছু আছে। সরকারের প্রতি অনুরোধ যে কয়টি সংস্কার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করার সুযোগ আছে তা সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যান।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM