সোমবার | ৭ জুলাই, ২০২৫ | ২৩ আষাঢ়, ১৪৩২

পোস্টার-ব্যানার অপসারণে বিএনপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে হয়, স্বৈরাচার শেখ হাসিনা পলায়নের পর থেকে অদ্যবধি ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিটসমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস, ফেস্টুন, ব্যানার, পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড অপসারণ করার জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান নির্দেশনা দিয়েছেন। আগামী ৩ দিনের মধ্যে এসব পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM