সোমবার | ২৬ মে, ২০২৫ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩২

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন তামিম ও আশরাফুল

স্পোর্টস ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এ ছাড়াও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের উপদেষ্টা এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

রোববার (১০ নভেম্বর) সকালে হেলিকপ্টারে করে ঢাকা থেকে বগুড়া পৌঁছান তামিম এবং আশরাফুল। এ সময় মাঠে দর্শকদের মধ্যে ছিল উন্মাদনা।

উদ্বোধনী ম্যাচে রাজশাহী সবুজ দলের বিপক্ষে মাঠে নেমেছে রাজশাহী লাল। এই টুর্নামেন্টে ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও রয়েছেন।

২০টি দল নিয়ে দেশের ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে প্রথম পর্বের খেলা। বগুড়া ছাড়াও ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকাও (সিটি ক্লাব গ্রাউন্ড) আছে ভেন্যুর তালিকায়। ১০ নভেম্বর বগুড়ায় শুরু হয়ে টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অন্যান্য ভেন্যুতে হবে ১৬ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর মধ্যে।

আর ১৬ জানুয়ারি শুরু হবে মূল পর্ব। প্রথম পর্ব শেষে মূল পর্বে উঠে আসা ১০ দলের সঙ্গে যোগ হবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরও দুটি দল। দেশের স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের দিন, আগামী ১৯ জানুয়ারি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM