রবিবার | ১৮ মে, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২

নাগেশ্বরীতে সাবেক কাউন্সিলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামে নাগেশ্বরী পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল হাই এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) সকালে তার বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ। আবু তালেব নাগেশ্বরী পৌরসভার ৭ নং ওয়ার্ডের বানুর খামার পায়রাডাঙা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। ওই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন তিনি।

কাউন্সিলরের ভাই আবু তালেব জানান, সুপারির ব্যবসা করতেন আব্দুল হাই। মাগুরার এক ব্যবসায়ীর সঙ্গে অর্থ লেনদেন নিয়ে ঝামেলা হয়। সেখানকার আদালতে তার নামে চেক জালিয়াতির মামলা হয়।

এছাড়াও বেশ কিছু ঋণ ছিল তার। সব মিলে কয়েক বছর ধরে হতাশায় ভুগছিলেন। এসব কারণে নেশাতেও জড়িয়ে পড়েন তিনি। রোববার সকালে ঘুম থেকে উঠে স্ত্রীর সঙ্গে কথা হয়েছে হাইয়ের। তার স্ত্রী কাজে বাড়ির বাহিরে গেলে ফাঁকা বাড়িতে ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কাউন্সিলর।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মানসিক চাপ থেকে দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন আব্দুল হাই। মানসিক চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। এ ঘটনায় কারও পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নাগেশ্বরী থানার এসআই মিজানুর রহমান বলেন, আজকে মাগুরায় আদালতে চেক জালিয়াতির মামলার হাজিরা ছিল। সেখানে টাকা নিয়ে যাওয়ার কথা। সব মিলে মানসিক চাপ থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, অভিযোগ না থাকায় পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM