বৃহস্পতিবার | ৮ মে, ২০২৫ | ২৫ বৈশাখ, ১৪৩২

সৈকতে স্বামীর সঙ্গে জলকেলিতে মেতেছেন কারিনা

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম অভিনেত্রী কারিনা কাপুর। সম্প্রতি স্বামী সাইফ, দুই পুত্র তৈমুর ও জেহকে নিয়ে মালদ্বীপ ঘুরতে গেছেন। আর সেই ছবিই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।
যেসব ছবি শেয়ার করেছেন নায়িকা, তার মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে হলুদ বিকিনি পরিহিত ছবি। যেখানে মালদ্বীপের সৈকতে বিকিনিতে ‘উত্তাপ’ ছড়াচ্ছেন কারিনা।
অন্য ছবিতে চোখে রোদ চশমায় অভিনেত্রীকে দেখা যাচ্ছে স্বামীর সঙ্গে বোটে। সাইফ সেখানে পরেছেন উজ্জ্বল কমলা শর্টস। এছাড়াও নিজের আরও ছবি শেয়ার করেছেন করিনা।
ছুটি কাটানোর মেজাজে তোলা ছবিগুলিতে কারিনাকে ‘কুল’ লাগছে বলেই মত বহু নেটিজেনের। অনেকে ‘হট টু হ্যান্ডেল’ বলেও দাবি করেন।
বলিউড ডিভা সময় পেলেই বেরিয়ে পড়েন পরিবারের সঙ্গে। এছাড়া প্রতি বার নতুন বছর আসার আগেই সুইজারল্যান্ডে চলে যান তারা। সেখান থেকেই নতুন বছরকে স্বাগত জানান ।

উল্লেখ্য, এর আগে কারিনাকে দেখা গিছে ‘দ্য বাকিংহাম মার্ডার্স’ ছবিতে। যা এখন নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। এছাড়াও কৃতি স্যানন ও টাব্বুর সঙ্গে ‘ক্রু’ ছবিটিও বাণিজ্য সফল হয়েছিল। সব মিলিয়ে এ বছর পর পর সাফল্য পেয়েছেন কারিনা।

এমএফ

 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM