রবিবার | ১৮ মে, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২

পকেটমার সাজিয়ে সিদ্ধিরগঞ্জে পুলিশসহ ২ জনকে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক: পকেটমার সাজিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ কনস্টেবলসহ দুজনকে গণপিটুনির ঘটনা ঘটেছে। পরে তাদের থানা–পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয় লোকজন। আজ রোববার সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী মোহাম্মদ আবু নুর শফিউজ্জামান (৫৫) দিনাজপুর জেলার হাসেমপুর থানার মৃত শরাফত আলীর ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার কনস্টেবল পদে কর্মরত। অন্যজন তার বন্ধু মো. রাজু (৪৫), তিনি বরিশাল জেলার মোল্লাদি থানার নেছার উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী দুই দোকানি জানান, মারধর করে পুলিশ দেওয়া ওই দুই ব্যক্তিকে সানারপাড়ের কয়েকজন ছেলের সঙ্গে কথা বলতে দেখা গেছে। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে ছেলেগুলো আশপাশের লোকজনকে ডাকামাত্রই মারধর শুরু হয়। আমরা পরে শুনেছি, তারা নাকি পুলিশের লোক পরিচয় দিয়েছেন। পরে লোকজন কার্ড দেখাতে বললে উনারা ডুপ্লিকেট দেখান।

এ বিষয়ে ওসি আল মামুন বলেন, ‘স্থানীয় লোকজন আমাদের কাছে যে দুই ব্যক্তিকে দিয়েছেন তাদের মধ্যে একজন পুলিশ সদস্য এবং আরেকজন তার বন্ধু। মূলত সানারপাড় এলাকার কয়েকজন ছেলে পকেটমার আখ্যা দিয়ে আশপাশের লোকজনকে ডাকেন। তখন তারা পুলিশ সদস্য পরিচয় দিলে ভুয়া পুলিশ বলে মারধর করেন।’

ওসি আরও বলেন, ‘যে ব্যক্তি পুলিশের সদস্য তার কাছে অরিজিনাল কার্ডই রয়েছে। সে পুলিশেরই লোক। মূলত ওই ছেলেগুলো এই ব্যক্তিদের পকেটে হাত দিয়েছে। কিন্তু তারা উল্টো জনগণকে বুঝিয়েছে যে তাদের পকেট মারতে গেছেন।’

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM