সোমবার | ১২ মে, ২০২৫ | ২৯ বৈশাখ, ১৪৩২

বাড়ি ফিরলেন অপহৃত ১৯ জেলে

কক্সবাজার প্রতিনিধি: দুর্বিষহ ৫ দিন সাগরে কাটানোর পর বঙ্গোপসাগরে অপহৃত সেই ১৯ জেলে বাড়ি ফিরেছেন। রোববার (১০ নভেম্বর) বিকেলে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং আকবর বলী ঘাটে পৌঁছান তারা। জলদস্যুদের কবল থেকে প্রাণে বেঁচে ফিরে আসা এই জেলেদের ঘিরে স্বজনদের মধ্যে ছিল আবেগঘন পরিবেশ।

বুধবার (৬ নভেম্বর) গভীর রাতে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিমে সাগরে মাছ ধরতে গিয়ে ‘আল্লাহর দয়া-০৩’ নামের ফিশিং ট্রলারটি জলদস্যুদের কবলে পড়ে। তাদের গুলিতে আহত হন ট্রলারের মাঝি মোকাররম। গুলিবিদ্ধ অবস্থায় তাকে আরেকটি ট্রলারে তুলে দিয়ে জলদস্যুরা ১৯ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। পরে চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে মোকাররম মারা যান।

শনিবার (৯ নভেম্বর) রাতে জলদস্যুরা ট্রলারটির ইঞ্জিন বিকল করে জেলেদের ছেড়ে দেয় সাগরে।

ভাসমান ট্রলারটিসহ জেলেদের আরেকটি ফিশিং ট্রলার উদ্ধার করে কুতুবদিয়ায় পৌঁছে দেয়। ঘাটে পৌঁছালে ১৯ জেলেকে পেয়ে স্বজনরা আনন্দাশ্রুতে ভাসেন।

উদ্ধার ১৯ জেলেরা হলেন- গিয়াস উদ্দিন, শাহ আলম, রুহুল আমিন, নাছির উদ্দিন, শাহজাহান, মো. সাহেদ, তৌহিদুল ইসলাম, মো. আব্বাছ, মোহাম্মদ কালু, সোনা মিয়া, মো. রেজাউল, মো. মেহেদী, মো. সাকিব, মো. ইদ্রিস, মো. নয়ন, মো. সাগর, মনছুর আলম, ইঞ্জিন ড্রাইভার শাহজাহান এবং মো. রুবেল। ১৯ জেলের মধ্যে ১৬ জন উত্তর ধুরুং ইউনিয়নের, ২ জন দক্ষিণ ধুরুং ইউনিয়নের এবং একজন নোয়াখালী জেলার বাসিন্দা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা জানান, কয়েকদিন সাগরে অনাহারে থেকে জেলেরা বেশ দুর্বল হয়ে পড়েছিলেন। প্রশাসনের সহায়তায় তাদের প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশনা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM