বুধবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে আনসার সদস্যদের শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক: চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আনসার সদস্যরা। আজ রাত ১০টার পরে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ ছাড়বেন না বলে জানিয়েছেন উপস্থিত আনসার সদস্যরা।
প্রায় ২০০ জনের মত আনসার সদস্য শাহবাগ মোড়ে অবস্থান নেন। তাদের সবাই রাত ১০ টার দিকে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন।
আরিফা নামে এক জন আনসার সদস্য বলেন, ‘যখন জীবনের ভয়ে পুলিশ ছিল না, র‍্যাব ছিল না, তখন আমরা ছিলাম। কিন্তু এই আমরাই সব সময় অবহেলিত। এবার চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।’
আনসারদের শাহবাগ মোড়ে অবস্থানের ফলে চারপাশে রাস্তা আটকে যায় এবং যানজট তৈরি হয়েছে। জানা গেছে, সারা বাংলাদেশে ৫৩ হাজার সদস্য রয়েছে। তারা চান ব্যাটালিয়ন আনসারের মত চাকরির জাতীয়করণ।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team