রবিবার | ১৮ মে, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২

৫৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা

জেলা প্রতিনিধি, গাজীপুর: টানা ৫৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন পোশাক কারখানা শ্রমিকরা। ফলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বেতন পরিশোধের আশ্বাসের পর সোমবার (১১ নভেম্বর) দুপুর দুইটার দিকে সড়ক ছাড়েন শ্রমিকরা।
এর আগে বকেয়া বেতনের দাবিতে গত শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে শ্রমিকরা একটানা বিক্ষোভ ও অবরোধ করে আসছেন। এর ফলে মহাসড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ, এলাকাবাসী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি কলম্বিয়া এলাকায় টিএনজেড গ্রুপের পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক গত কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ দেই, দিচ্ছি করে দিন পার করছেন। তারা শ্রমিকদের দাবি মানছেন না। ফলে গত সপ্তাহ থেকে শুরু হয় শ্রমিক বিক্ষোভ।
বিষয়টি আমলে নিয়ে কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়। তারপরও কারখানা কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি। এ অবস্থায় গত শনিবার সকাল ৯টার দিকে শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে সেদিন থেকেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন মানুষ। শ্রমিকরা মহাসড়কে চট, পাটি ও পলিথিন বিছিয়ে অবস্থান নিয়ে তাদের বিক্ষোভ-অবরোধ পালন শুরু করে। শেষ পর্যন্ত পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক ছাড়লে ৫৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM