বৃহস্পতিবার | ৫ ডিসেম্বর, ২০২৪ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১

দ্রুত নির্বাচনের দাবি বিএনপি নেতা হাফিজের

নিজস্ব প্রতিবেদক: অতি দ্রুত নির্বাচনের দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সোমবার (১১ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবস’ স্মরণে ঢাকা রিপোর্টারস্ ইউনিটি মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এ দাবি জানান।
অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা বলেন, তাদের প্রধান কাজ ছিল সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তবে যে যায় লঙ্কায় সেই হয় রাবন। অন্তর্বর্তী সরকারের অবস্থা দেখে তাই মনে হচ্ছে বলে মন্তব্য করেন মেজর হাফিজ।
তিনি আরও বলেন, তারা ২০ বছর ক্ষমতায় থাকতে চায়। তাদের উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের লোকজন বসে গেছে। যারা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী নয়। তাদের ব্যাপারে এখনই সতর্ক না হলে সরকার বিপদে পড়তে পারে বলেও হুঁশিয়ার করেন তিনি।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM