সোমবার | ২৬ মে, ২০২৫ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩২

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: জিতলেই সিরিজ নিশ্চিত। দুদলের সামনে অভিন্ন সমীকরণ। আফগানিস্তান চাইবে বাংলাদেশকে টানা দ্বিতীয়বার সিরিজ হারাতে। বাংলাদেশের সামনে ঘরের মাঠে গত বছর সিরিজ হারের বদলা নেওয়ার সুযোগ। এমন সমীকরণ নিয়ে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার (১১ নভেম্বর) তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।
আজকের ম্যাচে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেই চোটের কারণে। অধিনায়কত্ব সামলাবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টসের পর মিরাজ বলেন, ‘আগের ম্যাচে আগে ব্যাটিং কাজে দিয়েছে। আজও আমরা চাইব ভালো সংগ্রহ করতে। দুর্ভাগ্যবশত শান্ত নেই। তবে, আমাদের এগিয়ে যেতে হবে।’
আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি বলেন, ‘আজকের উইকেটটা একটা নতুন। এর আচরণও ভিন্ন হবে। রান তাড়ায় আশা করি সুবিধা পাব। আমরা আগের ম্যাচের ভুল নিয়ে কাজ করেছি। এই ম্যাচে সেসব কাটিয়ে উঠব বলেই বিশ্বাস করি।’
আফগানদের অলিখিত হোম সংযুক্ত আরব আমিরাতে সফরকারীদের সামনে সুযোগ প্রতিশোধ নেওয়ার। তিন ম্যাচ সিরিজ এখন ১-১ সমতায়। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ তৃতীয় ও শেষ ওয়ানডে। ম্যাচটি জিততে পারলে সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। পুনরুদ্ধার করবে দুদলের দ্বিপাক্ষিক সিরিজের মুকুট, যা এখন আফগানদের দখলে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM