রবিবার | ১৮ মে, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স পোশাক তৈরির কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় তারা ওই কারখানাসহ আশেপাশের বেশ কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১টায় ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ করে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেড কারখানার প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। এর মধ্যে শত শত শ্রমিককে গত কয়েক মাসের বকেয়া বেতন না দিয়ে চাকুরিচ্যুত করা হয়। এই শ্রমিকরা বারবার কারখানা কর্তৃপক্ষের কাছে গিয়ে বেতন না পাওয়ায় কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।

এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেন। এ সময় তারা ওই কারখানাসহ আশেপাশের বেশ কয়েকটি গার্মেন্টসে ইটপাটকেল নিক্ষেপ করে কাচ ভাঙচুর করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, দীর্ঘদিন ধরে অবন্তী গার্মেন্টস শ্রমিকদের বেতন দিতে পারছে না মালিকপক্ষ। এ নিয়ে শ্রমিকদের মাঝে অসন্তোষ রয়েছে। পুলিশের ও সেনাবাহিনীর কর্মকর্তারা এখানে এসেছেন। সকলে মিলে শ্রমিক নেতাদের নিয়ে বিষয়টি সমাধানের জন্য আমরা আলোচনা করছি।

ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। এতে যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া আশেপাশের বেশ কয়েকটি কারখানায় ইটপাটকেল ঢিল মেরে কাচ ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM