আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের আনাকাপল্লেতে একটি ফার্মা কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহতের ঘটনা ঘটে। সেই সঙ্গে এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪১ জন।
দেশটির গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অচ্যুতাপুরম বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি এসসেন্টিয়া কোম্পানির প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ভারতীয় পুলিশ জানিয়েছে, কর্মীরা যখন মধ্যাহ্নবিরতিতে খাওয়াদাওয়া করছিলেন, সেই সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে।
জেলা কালেক্টর বলেছেন, কোনো চুল্লি বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেনি। কর্মকর্তাদের ধারণা, বিদ্যুৎ সংযোগ থেকে কোথাও আগুন লেগেছে। ওই প্ল্যান্টে দুই শিফটে প্রায় ৩৮০ জন কর্মচারী কাজ করেন।
এনএইচ