জেলা প্রতিনিধি, রংপুর: স্বামীর মৃত্যুর শোকে একই দিনে স্ত্রী মৃত্যু, কি পরিণয় ছিলো তাদের! প্রায় ৫০ বছর সংসার জীবনের অবসান ঘটলো একই দিনে। সকালবেলা বৃদ্ধ স্বামী মারা যান। সেই শোকে সন্ধ্যায় স্ত্রীও মারা গেলেন। সোমবার মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, একই দিনে স্বামী-স্ত্রীর এমন আকস্মিক মৃত্যুতে গ্ৰামবাসী গভীরভাবে শোকাহত।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর গ্ৰামের আব্দুল কাশেম ফরায়েজি (৭০) বাড়ির পাশে জমিতে কাজ করতে গিয়ে সেখানে মারা যান। রাত ৯টায় তার দাফন হওয়ার কথা ছিল।
এ দিকে স্বামীর শোকে তার স্ত্রী মোছা. সফুরা বেগমও (৬৫) অসুস্থ হয়ে সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। নীয়রা আরও জানান, জীবদ্দশায় ওই স্বামী-স্ত্রীর মধ্যে বেশ সমঝোতা ছিল।