স্পোর্টস ডেস্ক: চেলসি থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিচ্ছেন ইংলিশ মিডফিল্ডার কনর গ্যালাঘার। ৪০ মিলিয়ন ইউরোতে ইংল্যান্ড থেকে স্পেনে পাড়ি জমাচ্ছেন তিনি। বুধবার লা লিগার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে ৫ দিন স্পেনে ছিলেন গ্যালাঘার। অ্যাথলেটিকোর মেট্রোপলিটানো স্টেডিয়ামে দলবদলের আনুষ্ঠানিকতা সাড়ছিলেন তিনি। এর মাঝেই সামু ওমোরোদিওনের দলবদল নিয়ে জল ঘোলা হলে যুক্তরাজ্যে ফিরে যেতে হয় তাকে।
এর এক সপ্তাহ পর জোয়াও ফেলিক্সকে দলে ভেড়ানোর ব্যাপারে সম্মত হয় চেলসি। গ্যালাঘার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে চেলসি সমর্থকদের প্রতি বিদায় বার্তায় কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘চেলসির সকলে প্রতি কৃতজ্ঞতা, আমরা স্বপ্ন পূরণের জন্য। প্রতিটি মুহূর্তে ওই জার্সিটি গায়ে জড়ানো ছিলো আমার কাছে সম্মানের।’
এনএইচ