বুধবার | ২১ মে, ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩২

ফিফা প্রেসিডেন্ট বাংলাদেশে আসছেন জানুয়ারিতে

স্পোর্টস ডেস্ক: জানুয়ারিতে বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশের যুব উৎসবে যোগ দিবেন তিনি। মঙ্গলবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ ২৯ সম্মেলনে ফিফা প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সাক্ষাতে প্রধান উপদেষ্টা ফিফা প্রেসিডেন্টকে উৎসবের যাবতীয় তথ্য দেন এবং তাঁকে বাংলাদেশ আমন্ত্রণ জানান।এ সময় বাংলাদেশে শীর্ষ নারী ফুটবল দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে তার সাহায্য কামনা করেন।
এর আগে, সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টায় আজারবাইজানের উদ্দেশে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। জলবায়ু সম্মেলন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ১১ থেকে ১৪ নভেম্বর আজারবাইজানে রাষ্ট্রীয় সফরে থাকবেন।
কপ-২৯ জলবায়ু সম্মেলনের অধ্যাপক ইউনূস বিভিন্ন ফোরামে বক্তব্য রাখবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ যে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, সেটিও তুলে ধরা হবে এই সম্মেলনে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM