নিজস্ব প্রতিবেদক: সাভারে উদ্ধার হওয়া মাথা ও হাত বিচ্ছিন্ন চার খণ্ডিত মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম শান্তনা আক্তার। তার বয়স ৩৫। তার স্বামী নয়ন মিয়া। তিনি পেশায় রাজমিস্ত্রী। তারা দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।
জানা গেছে, শান্তনার বাবার বাড়ি ধামরাই উপজেলার বালিয়ায়। আর নয়ন মিয়ার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাগঞ্জ উপজেলায়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নয়ন মিয়াকে থানায় নিয়ে গেছে।
এর আগে সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার সেতু নার্সারির ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ওই নারীর মরদেহ উদ্ধারের সময় মাথা, দুই হাত এবং দেহ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, সোমবার রাতে দত্তপাড়া এলাকার সেতু নার্সারির শ্রমিকেরা বাগানের গাছে পানি দিতে গেলে তারা বাগানের ভেতরে হাত-পা কাটা এক নারীর মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর চার টুকরা মরদেহ উদ্ধার করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী নয়নকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএফ