শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

পরকীয়ায় মা, মেয়ের নামে ৫০ কোটির মামলা!

বিনোদন ডেস্ক: টানা কয়েকদিন ধরে ভারতীয় অভিনেত্রী রূপালি গাঙ্গুলি ও তার সৎ মেয়ের দ্বন্দ্বে তোলপাড় হয়ে উঠেছে খবরের পাতা। কারণ, রূপালি গাঙ্গুলির বিরুদ্ধে একের পর বিস্ফোরক অভিযোগ আনছেন সৎ মেয়ে এষা। কখনও তার অভিযোগ, সৎমা তার বাবা আশ্বিন বর্মার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। আবার কখনও তার দাবি, রূপালি তার মায়ের (জন্মদাত্রী) গয়না চুরি করেছেন।
বিষয়টি নিয়ে যদিও কাদা ছোঁড়াছুড়ি কম হয়নি। তবে এবারে বিষয়টি গড়াল আরও গুরুতর পর্যায়ে। মেয়ের এমন অভিযোগ সইতে না পেরে সোজা থানায় ছুটলেন অভিনেত্রী রূপালি, করলেন সৎ মেয়ের বিরুদ্ধে মানহানির মামলা!
ভারতীয় গণমাধ্যমের খবর, মঙ্গলবার সকালে সৎ মেয়ে এষার বিরুদ্ধে ৫০ কোটি টাকার একটি মামলা দায়ের করেছেন অভিনেত্রী রূপালি। বেশ কিছু দিন ধরে এই ধরনের অভিযোগ শোনার পরে এমন এষার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।
এদিকে এষার অভিযোগ ছিল, এষার জন্মদাত্রী মা স্বপ্না বর্মাকে শারীরিকভাবে আঘাত করেছিলেন রূপালি। এছাড়াও এষা দাবি করেন, রূপালি বিবাহ-বহির্ভূত সম্পর্ক তথা পরকীয়ায় জড়ানোর পর মৃত মায়ের অনুপস্থিতিতে তাদের বাড়িতে বাবার সঙ্গে সময় কাটাতেন। সেই সময়েই নাকি রূপালি স্বপ্নার গয়না চুরি করেন। অভিনেত্রী রুপালির আইনজীবী সানা রইস খান সংবাদমাধ্যমে জানান, সম্মান রক্ষার তাগিদে রূপালি অবশেষে মেয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন।
সেই আইনজীবীর বক্তব্য, ‘এষা নিজেকে প্রচারের আলোয় আনতে সৎমায়ের বিরুদ্ধে লাগাতার কুৎসা ছড়িয়ে চলেছেন। এতে সমাজে এবং পেশার দুনিয়ায় রূপালির সম্মানহানি ঘটছে। দীর্ঘ দিন ধরে তিনি সুনামের সঙ্গে কাজ করছেন। এষার বক্তব্য তার সেই ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। পাশাপাশি, অকারণ দুর্নামের জন্য তিনি মানসিক দিক থেকেও বিপর্যস্ত। এর পরেও রূপালি চুপ থাকলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়। তাই এই পদক্ষেপ।’

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM