রবিবার | ১৮ মে, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২

খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের বাড়ি থেকে একটি রাইফেল, একটি রিভলবারসহ গুলি ও ভারতীয় রূপি উদ্ধার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১২ নভেম্বর) খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আহসান হাবীব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ নভেম্বর ভোরে পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে যৌথবাহিনী মহানগরীর রূপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির চতুর্থ তলা থেকে একটি রাইফেল, ১৩ রাউন্ড রাইফেলের গুলি, চারটি রাইফেলের গুলির খোসা, একটি রিভলভার, ২০ রাউন্ড রিভলবারের গুলি, দুইটি রাইফেলের গুলির চার্জার, একটি পিস্তলের কভার, একটি রাইফেলের কভার, ২৫০ ভারতীয় রূপির নোট উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনির উল গিয়াস জানান, এ ঘটনায় ১১ নভেম্বর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজওয়ান ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।

এমএফ

 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM