মঙ্গলবার | ১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২

লালমনিরহাটে হত্যা মামলায় মাদক সম্রাট নুর হাইসহ তিনজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের হাতিবান্ধায় বহুল আলোচিত একরামুল হক (৪০) হত্যা মামলায় কুখ্যাত মাদক সম্রাট নুর হাই, শামীম হোসেন ও কবির হোসেন নামে তিন আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. আদিব আলী এ রায় দেন। এ সময় মামলার অভিযুক্ত অন্য ছয়জনকে খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত শামীম হোসেন হাতিবান্ধা উপজেলার রমনীগঞ্জ এলাকার মৃত তফসির উদ্দিনের ছেলে, নুর হাই একই এলাকার মো. আব্দুস সোবহানের ছেলে এবং কবির হোসেন একই এলাকার মৃত নজির হোসেনের ছেলে।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০২০ সালের ১৮ জুলাই লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার কুখ্যাত মাদক সম্রাট নুর হাইয়ের সঙ্গে মাদক বিক্রির টাকার হিসাব ঠিকমতো দিতে না পারায় এবং তার সঙ্গে মাদক ব্যবসা না করার ক্ষোভে মাদক সেবনের কথা বলে কৌশলে একরামুলকে সানিয়াজান নদীর তীরে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে অপেক্ষা করা নুর হাইয়ের অপর দুই সহযোগী শামীম হোসেন ও কবির হোসেনসহ মাদক সেবন করছিলেন। এ সময় তারা একরামুলকে অতিরিক্ত মাদক সেবন করানোর পর অচেতন করে তারা তিনজন মিলে হত্যার পর নদীর বালুর নিচে মরদেহ গুম করে রাখেন।

দীর্ঘদিন নিখোঁজ থাকার পর একরামুলের স্ত্রী মনিরা ইয়াছমিন বাদী হয়ে মাদক সম্রাট নুর হাইকে প্রধান করে নয়জনের নামে হাতিবান্ধা থানায় একটি মামলা করেন। পরে পুলিশ নুর হাইকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে একরামুলকে হত্যার বিষয়টি তিনি স্বীকার করেন। এই হত্যাকাণ্ডের সময় কবির হোসেন ও শামীম হোসেন তাকে সহযোগিতা করেন বলেও স্বীকারোক্তিতে উল্লেখ করেন তিনি।

একরামুল হক হত্যা মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, একরামুল হত্যা মামলার রায়ে আদালত নুর হাই, কবির হোসেন ও শামীম হোসেনকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলানোর আদেশ দিয়েছেন। এছাড়া বাকি ছয়জনকে খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত নুর হাই ও শামীম হোসেন উপস্থিত থাকলেও অপর আসামি কবির হোসেন পলাতক ছিলেন।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM