রবিবার | ১৮ মে, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২

ইউটিউব চ্যানেল খুলেই বিশ্ব রেকর্ড রোনালদোর, ছাড়িয়ে যাবেন সবাইকে?

ইন্টারন্যাশনাল স্পোর্টস ডেস্ক:  ক্রিস্টিয়ানো রোনালদো—পর্তুগিজ এই তারকার জনপ্রিয়তা ঠিক কতটা? কাগজে-কলমে হিসেব করা বেশ কঠিন। মাঠের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয় এই তারকা ফুটবলার। এবার সেই ঝলক দেখল ভক্তরা। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে চ্যানেল খোলার মাত্র দেড় ঘণ্টার মাঝে গড়ল বিশ্ব রেকর্ড।

২১ আগস্ট (বুধবার) নিজের ভেরিফায়েড ফেসবুক ও ইনস্টাগ্রামে ইউটিউবে চ্যানেল খোলার বিষয়টি ভক্তদের জানান রোনালদো। এই খবর পাওয়া মাত্রই রীতিমতো তার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার হিড়িক পড়ে। প্রথম ৫ মিনিটেই ১ লাখ সাবস্ক্রাইবপূরণ করে সিলভার প্লে-বাটন ও দেড় ঘণ্টায় ১০ লাখ পূরণ করে গোল্ডেন প্লে-বাটন অর্জন করেন তিনি। এত দ্রুত আর কোনো ইউটিউবার এই মাইলফলক স্পর্শ করতে পারেননি।

এখানেই শেষ নয়, এরইমধ্যে তার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা ১৭ মিলিয়ন ছাড়িয়েছে। এই অর্জনের পুরস্কার হিসেবে তিনি এবার পাবেন ডায়মন্ড প্লে-বাটন। আর ৫০ মিলিয়ন পূর্ণ হলে পাবেন রুবি প্লে-বাটন। যেভাবে এগোচ্ছেন তাতে, রোনালদোকে অনেকেই সর্বোচ্চ সাবস্ক্রাইব অর্জন করা মিস্টার বিস্টের সঙ্গেও তুলনা করছেন। যার বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা ৩১১ মিলিয়ন।

রোনালদো জানিয়েছেন তার এই চ্যানেলে ফুটবল বিষয়ক নানা কর্মকান্ডের পাশাপাশি ডায়েট, ফিটনেস, সুস্থ থাকার টিপসের পাশাপাশি পরিবার নিয়ে বিভিন্ন আলোচনা থাকবে।

উল্লেখ্য, শুধু ইউটিউব নয় ফেসবুকে রোনালদোর অনুসারীর সংখ্যা ১৭০ মিলিয়ন। ইনস্টাগ্রামে ৬৩৬ মিলিয়ন ও এক্সে ১১২ মিলিয়ন। এই সংখ্যা গুলোই সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর জনপ্রিয়তা কতটুকু, তা বোঝাতে যথেষ্ঠ।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM