শুক্রবার | ৪ জুলাই, ২০২৫ | ২০ আষাঢ়, ১৪৩২

বেবি বাম্পের ছবি প্রকাশ করে শ্রীময়ী বললেন, মা হওয়াই সবচেয়ে গর্বের

এন্টারটেইনমেন্ট ডেস্ক: পরনে সাদা ফিনফিনে স্যাটিন বস্ত্র, মাথায় বাঁধা বেণী, মুখে মাতৃত্বের জ্যোতি। সেই সঙ্গে বেবিবাম্প স্পষ্ট। এভাবেই ধরা দিলেন কাঞ্চন মল্লিকের স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ।

সন্তানধারণের খবর আড়ালে রেখেছিলেন তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তারপর থেকে ধাপে ধাপে অন্তঃসত্ত্বাকালের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন কাঞ্চনঘরনি। মাতৃত্বকালীন ফটোশুটও সেরেছিলেন তিনি। তবে তা প্রকাশ্যে আনেনি। অবশেষে মাতৃত্বকালীন ফটোশুটের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

ছবি শেয়ার করে অভিনেত্রী জানিয়ে দিলেন, ‘জীবনের বহু বিষয়ের জন্য আমি গর্বিত। কিন্তু মা হওয়ার মতো গর্বের আর কিছু হতে পারে না।’

অন্তঃসত্ত্বা অবস্থার যন্ত্রণার কথাও বলেছেন শ্রীময়ী। তার কথায়, ‘এ এক দীর্ঘ সফর। টানা ৯ মাসের সফর। বহু আবেগের মুহূর্ত রয়েছে। শারীরিক দিক থেকেও ওঠাপড়া লেগে থেকেছে। আমার মধ্যে এক ছোট্ট প্রাণ নড়েচড়ে উঠত। এই অনুভূতি সত্যিই অসাধারণ।’

শ্রীময়ী ও কাঞ্চন মেয়ের নাম রেখেছেন কৃষভি। সন্তান জন্ম দেওয়ার পরে শ্রীময়ী হাসপাতাল থেকে বলেছিলেন, ‘মেয়ে ভাল আছে। আমিও ভাল আছি। তবে ধকল গেছে। তাই ক্লান্তি রয়েছে।’

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM