নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় আসলে স্থানীয় সরকারকে শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।
আজ বুধবার দুপুরে রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ‘অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা’য় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ইশরাক বলেন, ঢাকার বায়ুর মান খুবই খারাপ। অল্প বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়। ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে সব জায়গায় সমন্বয় করে কাজ করব আমরা। আর স্থানীয় সরকারকে শক্তিশালী করতে আমাদের দলের বিভিন্ন পরিকল্পনা আছে।
স্মরণ সভার সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু জাফর মাও. ইলিয়াস। সঞ্চালনা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান প্রিন্স। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার কাজী আবুল বাশার।