রবিবার | ১৮ মে, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২

এক্সরে করে পেটের মধ্যে পাওয়া গেল ৮ স্বর্ণের বার

নিজস্ব প্রতিবেদক:  খুলনা হয়ে স্বর্ণ পাচার করার সময় নানা কারসাজি করেন পাচারকারীরা। তবুও ধরা পড়ে যান পুলিশের হাতে।
স্বর্ণ পাচার করতে গিয়ে আটটি বারসহ খুলনা মহানগরীর সাচিবুনিয়া এলাকা থেকে আব্দুল আওয়াল (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি পেটের মধ্যে স্বর্ণ নিয়ে ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাচ্ছিলেন।
বুধবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। আব্দুল আওয়াল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে। এমন সংবাদের ভিত্তিতে তারা লবণচরার সাচিবুনিয়া মোড় এলাকার সেফা মেডিকেলের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে আবদুল আউয়ালকে আটক করা হয়। কিন্তু থানায় নিয়ে তার শরীর তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করালে পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। থানায় নেওয়ার পর তিনি বিশেষ কায়দায় পরপর আটটি স্বর্ণের বার বের করে দেন পুলিশকে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM